বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশিক বন্ধুর কথা ও সুরে নাটকে আইটেম গানে স্মরণ “গফরগাঁও ভূমি অফিসে দুর্নীতি, জাল দলিল” কে এই ক্ষমতাবান, অসৎ,দুর্নীতিবাজ ঘুষখুর মোঃ ইমন! “১২ তম শাহাদত বার্ষিকীর স্মরণে” গফরগাঁও উপজেলার কে এই “মরহুম মোঃ মহিবুল হক (লাল মিয়া)” বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মরহুম মোঃ মহিবুল হক এর স্মরণে সপ্তাহব্যাপী আলোচনা ও দোয়া মাহফিল রাউজানের অহংকার আলহাজ্ব জসিম উদ্দিনকে সংবর্ধনা পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নি‌জে‌কে তৈ‌রি কর‌ছেন সুরাইয়া নীল আন্তর্জাতিক কবিতা উৎসব ঢাকা ২০২৫ অনুষ্ঠিত ।। বাংলা সাহিত্য ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিল ডব্লিউপিএলও নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত ঢাকা -১০ এর প্রার্থীর নির্বাচনী পরামর্শ “বেগম খালেদা জিয়া এর সুস্থ‌তা কামনায় বিশেষ দোয়া” এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার গ্র্যান্ড ফাইনাল ও আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

“গফরগাঁও ভূমি অফিসে দুর্নীতি, জাল দলিল” কে এই ক্ষমতাবান, অসৎ,দুর্নীতিবাজ ঘুষখুর মোঃ ইমন!

প্রতিবেদকের নাম
add

গফরগাও প্রতি‌নি‌ধি : গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন ভুমি অফিস এর অস্থায়ী অফিস সহকারী মোঃ ইমন এর নামে অন্যায়, জাল দলিল ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। জানাযায় সপ্তাহে ২ দিন ভূমি অফিসে এসে ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ বিশ্বজিৎ কে হুমকি দেয় এই সেই ইমন। বলেন লংগাইর ইউনিয়ন ভুমি অফিসে চাকরী করতে হলে আমি ইমন এর কথা ছাড়া কিছু করতে পারবেন না। করলে ময়মনসিংহ থাকতে পারবেন না। কারণ নাইব হিদু হওয়ায় ইমন এর এই হুমকি। ইমন এর নাকি অনেক বড় ক্ষমতা রয়েছে ময়মনসিংহ ডি সি অফিসে। কে সেই ডি সি অফিস এর কর্মকর্তা। প্রশ্ন উঠেছে সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও এর উপরে কি দুর্নীতিবাজ ইমন এর ক্ষমতা। এ ছাড়া অনেক সময় সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও এর নাম ভাঙ্গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে অসৎ, দুর্নীতিবাজ, জাল দলিল শিকৃতিকারী অফিস সহকারী মোঃ ইমন এর বিরুদ্ধে। ভূমি অফিসে প্রত্যেক নামজারীর জন্য অসৎ, দুর্নীতিবাজ মোঃ ইমন কে দিতে হয় ৮/১০ হাজার টাকা। টাকা না দিলে আবেদন এর প্রস্তাব না বলে সহকারী কমিশনার ভূমি অফিসে প্রেরণ করে, কারণ সফটওয়ারের আই ডি ইমন পরিচালন করে, এটাই তার দুর্নীতির উৎস। আর ও জানাযায় ইতিমধ্যে নাম না প্রকাশে অনিচ্ছুক ১ জনের নিকট হতে নামজারী করার জন্য ১৮ হাজার টাকা নিয়া বিগত ৩/৪ মাস ধরে জমির মালিক কে হয়রানি করতেছে। এমন কি ভূমি অফিসে ৩ শতক জমি দান করবেন মর্মে এ কে এম ফায়জুল হক নামজারির জন্য আবেদন করেন কিন্তু নাইব বিশ্বজিৎ নামজারির প্রস্তাব দেওয়ার কথা বললে ও দুর্নীতিবাজ ইমন পূর্বে ৫ হাজার টাকা দাবী করেন কিন্তু ৫ হাজার টাকা না দেওয়ায় নামজারী আবেদন প্রস্তাব দেন নি। এমন কি সহকারী কমিশনার ভূমি এর আদেশ অমান্য করে কান্দিপাড়া রেজি: অফিসে রেজি:কৃত বণ্টন নাম ৫৮১৮, তারিখ ০৬/০৫/০২ ইং, অত্র দলিল টি জাল, ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে গুলাবাড়ি গ্রামের একজন অসহায় মানুষকে হয়রানী করে জাল দলিল দিয়া নামজারী করে ক্ষমতাবান ইমন। নাইব কে কোন পড়ুয়া করে না দুর্ন্তিবাজ ইমন। অনুরূপ ভাবে একটি তদন্ত প্রতিবেদনের জন্য বাদী দাবী করেন যাহা সঠিক তাহা প্রতিবেদনে দিবেন, তবে কোন মিথ্যা বক্তব্য কোন পক্ষের বিরুদ্ধে দিতে পারবেন না, কিন্তু অসৎ অফিস সহকারী মোঃ ইমন দাবী করেন ২০ হাজার টাকা দিতে হবে। এ রকম বহু প্রমাণ ও অভিযোগ দুর্নীতিবাজ অস্থায়ী অফিস সহকারী মোঃ ইমন এর নামে রয়েছে অথচ একটি মামলার বাদী প্রতিবেদনের জন্য প্রতিনিয়ত যুগাযুগ করা সত্ত্বেও প্রতিবেদনে উল্লেখ করেছেন বাদী ঢাকা থাকে তাই প্রতিবেদন দিতে দেরী হয়ছে। মোঃ ইমন একটা মিথ্যাবাদী হিসেবে ও পরিচিত। এ সকল অসৎ কর্মচারী মোঃ ইমন এর অসৎ কর্মকাণ্ডের আচরণে লংগাইর ইউনিয়নের জমির মালিক গণ হয়রানির শিকার হচ্ছেন, অনেকের বুক ফেটে যাচ্ছে টাকা দিয়া,তার পর ও নামজারী পাচ্ছে না, তার পর ও টাকা দিছেন কিন্তু মুখ ফোটে কথা বলতে পারছেন না। প্রশ্ন এ জন্য কি নাইব মোঃ বিশ্বজিৎ দায়ী, না অন্য কেহ ? অর্থাৎ ইমন যা বলবে বা লিখবে তাহাতে নাইব মোঃ বিশ্বজিৎ কে সাক্ষর করতে হবে বা তাহা স্বীকৃতি দিতে হবে। জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে সহকারী কমিশনার ভূমি , গফরগাঁও কি ইমন এর অন্যায়, দুর্নীতি কি জানেন না বা তাহলে কেন মোঃ ইমন এর বিরুদ্ধে যথাযথ বেবস্থা নিচ্ছে না। বিষয়টি প্রশ্ন থেকে যায়। জানাযায় বিগত ১২ বছর ধরে অত্র ভূমি অফিসে কর্মরত মোঃ ইমন। কর্মরত অবস্থায় অনেক দুর্নীতি, জাল জালিয়াতি এর সাথে জড়িত। দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এ সকল দুর্নীতির বিষয়ে আর ও অনুসন্ধান এর জন্য টিম কাজ করছে, যাহা অতিসত্তর বিস্তারিত প্রকাশিত হবে। তবে সাধারণ ভূমির মালিক গণ মনে করেন সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও এর একজন সৎ কর্মকর্তা, কিন্তু তিনি বিভিন্ন কাজে বেস্ত থাকায় অসৎ দুর্নীতিবাজ ইমন এর মত অফিস সহকারী/কর্মকর্তা দের বিরুদ্ধে বেবস্থা না নেওয়ায় ক্ষতি ও হয়রানীর শিকার হচ্ছেন সাধারণ ভূমির মালিক। ইমন বিগত ১২ বছরে অত্র ভূমি অফিসে গড়ে তুলেছেন একটি বিশাল গোপনীয় দালাল চক্র। এ চক্রের মাধ্যমে গোপনে ও চলছে তাহার অসৎ টাকার বিনিময়ে নামজারীর করার রমরমা ব্যবসা, দালালদের কে প্রতি নামজারী হতে দেওয়া হয় ১/১৫ শত টাকা, ইমন এর কর্মকান্ড প্রতীয়মান হয় ভূমি অফিসে চলছে নীরব চাঁদাবাজি। এ সকল বিষয়ে মোঃ ইমন এর সাথে মোবাইল ফোনে কথা বলে বিস্তারিত জানতে চাইলে তাকে পাওয়া যায় নি। নামজারি আবেদনে যদি উল্লেখ হয় দলিল রেজি: হয়ছে গফরগাঁও, আর দলিল জমা দেয় কান্দিপাড়া রেজি: অফিসের তবু নামজারীর আবেদন সঠিক বলে ইমন স্বীকৃতি দেয় , এমন কি সহকারী কমিশনার ভূমি এর দেওয়া আদেশের অমান্য করে ১ লাখ টাকার বিনিময়ে সঠিক নামজারী ও বাতিল করেছে দুর্নীতিবাজ মোঃ ইমন এবং জমি সম্পর্কে তেমন কোন ধারণা না থাকায় এবং নাইব কে পূর্ণাঙ্গ ক্ষমতা না দেওয়াতে মূলত অসৎ অফিস সহকারী মোঃ ইমন এর ক্ষমতার দাপট এর কাছে কাপছে ভূমি অফিস। মোঃ ইমন কে নামজারীর জন্য টাকা না দিলে নামজারীর খসড়া খতিয়ান করে না, আর টাকা দিলে ভুল হলে ও হয়ে যায় নামজারী, এমন কি টাকা না দিলে কোন ভূমির মালিক এর সাথে ভালো ভাবে কথা ও বলে না, এমন কি সপ্তাহে ২০ ঘন্টা ভুমি অফিসে কাজ করে না বা উপস্থিত থাকে না, অনুপস্থিতির বিষয়ে জবাবে বলেন সহকারী কমিশনার ভূমি অফিস এ মিটিং ছিল , অর্থাৎ সপ্তাহে ৪ দিন না কি উপজিলা ভূমি অফিস এ মিটিং হয় সেখানে থাকতে হয়। দুর্নীতিবাজ ইমন এর রয়েছে ২ টি বিকাশ নম্বর, এ বিকাশ নম্বরের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, বিকাশ নং ০১৩১০৬৭৬৯৯২ গুলি তে আশা টাকা গুলি কোন কোন এলাকার মোবাইল নম্বর হতে টাকা আসে তাহা তদন্ত করার জন্য সহকারী কমিশনার ভূমি এর দৃষ্টি আকর্ষণ করছেন ইউনিয়ন বাসী। । অথচ যিনি মূলত ভূমি অফিস টি তৎকালীন সময়ে করেছিলেন মরহুম মোহাম্মদ মহিবুল হক, যিনি একজন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত কিন্তু তাহার করে যাওয়া ভূমি অফিস টি মূলত লংগাইর ইউনিয়ন এর মানুষের কল্যাণের জন্য নিজের অর্থ, সম্পদ, শ্রম এর বিনিময়ে করেছিলেন, কিন্তু এখন এই ভূমি অফিস হয়েছে অসৎ ভূমি কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতির ব্যাংক, তবে কল্যাণের ব্যাংক নয়। তবে সহকারী কমিশনার ভূমি, গফরগাঁও যদি একজন অসৎ ও দুর্নীতিবাজ অফিস সহকারী মোঃ ইমন এর বিরুদ্ধে জরুরী দৃষ্টান্ত মুলক বেবস্থা গ্রহণ না করেন তাহলে লংগাইর ইউনিয়ন এর ভুমির মালিকগণ অত্র ভূমি অফিস ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করবেন মর্মে এলাকা সূত্রে জানাযায় এবং অসহায় ভূমির মালিকগণ দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, অসৎ অস্থায়ী অফিস সহকারী মোঃ ইমন এর দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ