গফরগাঁও প্রতিনিধি
গফরগাঁও উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মরহুম শেকান্দর আলী এর একমাত্র পুত্র মরহুম মোঃ মহিবুল হক এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম এর নিজ গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম তার কর্মময় জীবনে মানুষের কল্যাণে নিজ অর্থ,সম্পদ দিয়ে তৎকালীন সময়ে এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠা করেন বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল, সতর বাড়ী
আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা,সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, লংগাইর ইউনিয়ন ভূমি অফিস, কৃত্তিম প্রজণন অফিস, সতর বাড়ী বাজার, এবং দ্বীন – ই প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে মোঃ মহিবুল হক ওয়াকফ এস্টেট, সতর বাড়ী ও কান্দিপাড়া বিদ্যুতায়ন, গফরগাঁও মহিলা কলেজ এমপিও ভুক্ত করার ক্ষেত্রে তাহার প্রধান ভুমিকা, উস্থী ইউনিয়নের তেরশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় – এ অবদান, তেরশ্রী রাবেয়া আক্তার ইফতেদায়ী মাদ্রাসা সহ বহু রাস্তাঘাট নির্মানে বিভিন্ন সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ করে গেছেন মরহুম মোঃ মহিবুল হক। মরহুম একজন সৎ, নামাজী তৎসহ একজন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসাবে অন্বেনা ইন্টারন্যাশনার স্কুল এন্ড কলেজ, ঢাকা হতে এওয়ার্ড প্রাপ্ত হন, এ ছাড়া অনন্যা এন্টি ড্রাগ মুভমেন্ট এওয়ার্ড, ঢাকা, বাংলার সঙ্গিত এওয়ার্ড, ঢাকা, ইনডেক্স বাংলাদেশ এওয়ার্ড, ঢাকা – হতে সম্মাননা প্রাপ্ত হন একজন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হইতে প্রত্যয়নপত্র এর মাধ্যমে সম্মাননা প্রাপ্ত হন। এলাকার মানুষের কল্যাণে মরহুম নিঃস্বার্থভাবে নিজের অর্থ,সম্পদ দিয়ে মানব কল্যাণে কাজ করেও একজন অতি সাধারণ মানুষের মত মরহুম জীবন যাপন করেছেন।মরহুম এর করা প্রতিষ্ঠানগুলির অন্যতম সহযোগীতাকারী ছিলেন মরহুমের ভাগ্নি মরহুমা সুফিয়া আলম সহ মরহুমার জামাতা সাবেক শিক্ষা সচিব মরহুম শফিউল আলম তথা আর ও অবদান ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এর গভর্নর মরহুম আব্দুল মোনায়েম খান পরিবার বর্গের সহ এলাকাবাসীর। মরহুম এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ০৫ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার মরহুমের দুই নাতি জুহাইর বিন ফায়েজ ও জুরাইজ বিন ফায়েজ এর পক্ষ হইতে সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় বাদ আসর কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল তৎসহ ০৬ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আসর মরহুম এর নিজ এলাকার সকল মসজিদে পরিবারের পক্ষ হইতে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে এবং ০৭ ফেব্রুয়ারী মোঃ মহিবুল হক ওয়াকফ এস্টেট এর পক্ষ হতে মিলাদ ও দোয়া মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে তৎসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান মরহুম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করবেন। মরহুম মোঃ মহিবুল হক এর জন্য পরিবারের পক্ষ হতে সকলের কাছে মরহুম এর জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।