চট্টগ্রাম (রাউজান) প্রতিনিধি : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতার ফেরিওয়াল চট্টগ্রামর রাউজানের অহংকার জনাব আলহাজ্ব জসিম উদ্দিনকে সংবর্ধনা ও শুভেচ্ছা অভিনন্দন।
অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। রাউজান নোয়াপাড়া চৌধুরীহাট ঝিকুটী পাড়া গ্রামবাসীর পক্ষ থেকে একটি রাস্তা সংস্কারের দাবি জানাই।
এবং জনাব আলহাজ্ব জসীম উদ্দীনের প্রতি সবার কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের সামনে আমাদের মনের কথা তুলে ধরতে এসেছি, যিনি দানবীর, সাদা মনের মানুষ এবং মানবতার প্রকৃত ফেরিওয়ালা। মানুষের কষ্ট তিনি হৃদয় দিয়ে অনুভব করেন এবং সব সময় মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন।

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের স্বীকৃতি হিসেবে দুবাইয়ে সংবর্ধনা পেয়েছেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন। নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার রাতে দুবাইয়ের স্থানীয় একটি হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মো. আকবর হোসাইনের সভাপতিত্বে এবং মো. ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম লিটন।
বিশেষ অতিথি ছিলেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, ভাইস চেয়ারম্যান মো. জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মো. কুতুবুদ্দিন, ব্যবসায়ী মো. আলম, মো. রুবেল সহ প্রমুখ।
এই অনুষ্ঠানের ঝিকুটী পাড়ার গ্রামবাসীর পক্ষ থেকে ও দুবাই প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জুবায়ের ও আবু কদর।
বক্তারা আলহাজ্ব জসিম উদ্দিনের সমাজসেবা, শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও নোয়াপাড়ার অবকাঠামোগত উন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ফ্রেন্ডস ভিউ মিডিয়া এন্ড ইভেন্টস্ এর ফাউন্ডার এন্ড চেয়ারম্যান জনাব রবি চৌধুরী।
সেই সাথে জনাব জসীম উদ্দীনের সুস্বাস্থ্য কামনা করে তার পরিবারবর্গের জন্য দোয়া করেন।