ময়মনসিংহ প্রতিনিধি: গফরগাঁও উপজেলার তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মরহুম আব্দুল মোনেম খান এর সহধর্মিনী এবং মরহুম সেকান্দর আলী এর কন্যা, সাবেক শিক্ষা সচিব মরহুম সফিউল আলম এর সহধর্মিনী এর মাতা, গফরগাঁও এর বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সতর বাড়ী গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের রূপকার মরহুম মোঃ মহিবুল হক এর বড় বোন এবং বাংলাদেশ মুসলিমলিগ এর প্রেসিডেন্ট তথা এ এইচ এম কামরুজ্জামান খান এর মা এর নামে প্রতিষ্ঠিত”


বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” তৎসহ “সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা” এবং “সতর বাড়ী আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা” এর উদ্যোগে ” সাবেক সফল প্রধান মন্ত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের “মা”, বাংলার মহিয়সী নারী “বেগম খালেদা জিয়া” শারীরিক ভাবে অসুস্থ থাকায় বিশ্ব নেত্রীর “হায়াত বৃদ্ধি” ও “শারীরিক সুস্থতা” কামনায় মহান আল্লাহর রাব্বুল আল আমিন এর নিকট প্রতিষ্ঠান গুলির পক্ষ হতে দুয়া প্রার্থনা করা হয়।