রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জয়বাংলা সাংবাদিক মঞ্চের শ্রদ্ধা নিবেদন

বিক্ষুব্ধ জনতার মারধরে এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত। গ্রেফতার ২

প্রতিবেদকের নাম
add

মোঃ মাহবুবুল আলম খানঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চর ব্রহ্মগাছা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে মামলা রুজু এবং দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। এ ঘটনায় জাকারিয়া ও বাসার নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে রায়গঞ্জ উপজেলার চর ব্রহ্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-আমিনসহ ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্মস্থলে যান। বাকি দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রহিমা আক্তার শারমিন জানান, আহত অবস্থায় ৪ পুলিশ সদস্য এখানে ভর্তি হয়। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। অপর দু’জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তাদের অবস্থা অনেকটাই উন্নত।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শহিদুল ইসলাম ছুটিতে থাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ইন্সপেক্টর(তদন্ত) কমল দেবনাথ জানান ঘটনার সময় পুলিশের একটি ওয়াকিটকি ও মোবাইল কেড়ে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

চর বক্ষ্রগাছা গ্রমের চাঁন মিয়া জানান, ৪৬ শতক জায়গা নিয়ে গ্রামের মগর আলীর সাথে দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার এ নিয়ে গ্রামে সালিশ হয়। শালিসের সিদ্বান্ত মোতাবেক সোমবার ঘটনাস্থলে এসে আমাদের জায়গা বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্ত মগর আলী সেই সিদ্বান্ত মানেনি। এ অবস্থায় সকাল থেকে আমরা ওই জায়গায় স্থাপনা নির্মাণের কাজ করছিলাম। কাজ করাবস্থায় ১২টার দিকে প্রতিপক্ষ মগর আলী পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থাপনা নির্মাণে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে নারী-পুরুষ সবাইকে এলোপাথারী মারপিট শুরু করেন। এ অবস্থায় ঘটনাস্থলে জমায়েত হওয়া বিপুল সংখ্যক বিক্ষুব্দ লোকজন পুলিশকেও মারপিট করেছে।

এ বিষয়ে মগরব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেনি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) কমল দেবনাথ জানান, জমি দখলের ঘটনায় দুইপক্ষের সংঘর্ষের সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করা হয়। এঘটনায় দুই কর্মকর্তা আহত হয়েছেন। ওয়াকিটকি উদ্ধারে অভিযান চলছে। পুলিশকে মারধরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল হইতে তাৎক্ষনিক ভাবে জাকারিয়া ও বাসার নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ