রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জয়বাংলা সাংবাদিক মঞ্চের শ্রদ্ধা নিবেদন

মেট্রোরেলের পথ তৈরির সরঞ্জাম চুরি, আটক ৫

প্রতিবেদকের নাম
add

মোঃ মাহবুবুল আলম খানঃ

রাজধানীতে মেট্রোরেলের পথ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম চুরির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পল্লবী ও রূপনগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে লোহা ও ইস্পাতের এক টনের বেশি সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক পাঁচজন হলেন দুলাল মিয়া, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, হাশমত আলী ও রিপন। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।

পল্লবী থানার পুলিশ জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষ পল্লবী থানায় অভিযোগ করে জানায়, কয়েক মাস ধরে মেট্রোরেলের পথ তৈরির সরঞ্জাম চুরি হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে পল্লবী থানার তিনজন এসআইয়ের নেতৃত্বে তিনটি দল চোরদের ধরতে আজ দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ মিরপুর ১২ নম্বর সেকশনের সিরামিকস রোড থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএসের বৃন্দাবন এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় দেলোয়ার মেট্রোরেলের পথ তৈরিতে ব্যবহৃত চোরাই সরঞ্জাম বিক্রি করার জন্য একটি ট্রাকে তুলছিলেন।

দেলোয়ারের তথ্যের ভিত্তিতে পরে পল্লবীর কালশী এলাকা থেকে আনোয়ার হোসেন, রূপনগর থেকে হাশমত আলী এবং পল্লবী থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। রাত ১০টায় এই অভিযান শেষ হয়।

অভিযান পরিচালনাকারী পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব খান আজ রাতে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা সরঞ্জামের ওজন ১ টন ৪৫০ কেজি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চোর দলের সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, ছয় মাস ধরে তাঁরা মিরপুর ১২ থেকে ১০, মিরপুর ১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল পথ তৈরির সরঞ্জাম চুরি করে আসছিলেন। তাঁরা এসব সরঞ্জাম ভাঙারি দোকানে বিক্রি করতেন।

এসআই সজীব খান জানান, গ্রেপ্তার চোরদের বিরুদ্ধে থানায় চুরির মামলা প্রক্রিয়াধীন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ