রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জয়বাংলা সাংবাদিক মঞ্চের শ্রদ্ধা নিবেদন

রায়গঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়

প্রতিবেদকের নাম
add

মোঃ মাহবুবুল আলম খানঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া বাজারে বুধবার (১৫ ই) সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জনাব কোমল দেবনাথ ও এস আই খোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুর ইসলাম (মাসুম), ধানগড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুজিব রহমান, সহসভাপতি মকবুল হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, নারীরা আমাদের অর্ধাঙ্গিনী। সমাজের উন্নয়ের জন্য পুরুষের পাশাপাশি নারীদের ভুমিকাও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে পুরুষের ন্যায় নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষে মাননীয় প্রধান মন্ত্রী নিরোলস পরিশ্রম করে যাচ্ছেন। নারীকে পিছিয়ে রেখে একটা সমাজ বা দেশ এগিয়ে যেতে পারে না। নারীরা হচ্ছে আমাদের মা, আমাদের বোন আমাদেরই সন্তান। তিনি আরো উল্লেখ করেন নারীদের প্রতি আমাদের সহনশীল হতে হবে। সামাজিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়ের দিকে আমাদের সমাজ যে ভাবে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আমরা দেশ ও জাতিগত ভাবে পিছিয়ে যাবো। তিনি যুবকে উদ্দেশ্যে বলেন আজকে দিনটা আমার আগামী দিন তোমাদের। আজকে যদি যুব সমাজ নষ্ট হয়ে যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ১০০ বছরের যে ডেল্টা প্লান করেছেন ২০৪১ সালের মধ্যে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া সম্ভব নয়। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন যে, আপনার সন্তান কার সঙ্গে মিশে, কোথায় যায়, কি করে সে বিষয়ে খোঁজ খবর রাখবেন।বিশেষ অতিথির বক্তব্যে এস আই খোরশেদ আলম বলেন রায়গঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাসী এবং জঙ্গি থাকবে না। রায়গঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা সবাই ওয়াদা করবো যে, রায়গঞ্জে কোন ইভটিজিং, কোন মাদক, কোন সন্ত্রাসবাদী কাজকে প্রশ্রয় দিবো না। যে যে ধর্মেরই মানুষ হইনা কেন সন্তানকে সেই ধর্মের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। যে সব সন্তানেরা বিপথে গেছে তাদেরকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে এবং তাদের মনোনশীলতা বৃদ্ধি করতে হবে যাতে করে প্রত্যেকটি সন্তান যেন দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। নারী ধর্ষণ ও নির্যাতনের ব্যাপারে আজকে প্রায় ৬৯২১ টা বিট এক যোগে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে বিট পুলিশিং এর মাধ্যমে কাযক্রম অনুষ্ঠিত হচ্ছে। তিনি এই বিট পুলিশিং আয়োজকদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্য শেষ করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ