শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রমনা বিএনপির কার্যালয় ভেঙে আ.লীগ নেতাদের মার্কেট, ১৬ বছর পর মামলা বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’

সিরাজগঞ্জ সদর বাসীর এই ভোগান্তির শেষ কবে?

প্রতিবেদকের নাম
add

মোঃ মাহবুবুল আলম খানঃ

প্রায় আড়াই বছর যাবত নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (কাটাওয়ব্দা হতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পর্যন্ত) ৪-লেনে উন্নীতকরন এর প্রকল্প এর কাজ অগ্রগতি কচ্ছপ গতিতে আগাচ্ছে। বাজার স্টেশন ফুয়ারা চত্বর থেকে কোর্ট এর গেট পর্যন্ত ৪-লেনের নতুন রাস্তা হওয়ার কথা। এই রাস্তাটি হলে সিরাজগঞ্জ শহর বাসীর যানযটের অবসান ঘটবে। আন্তনগর বাস যখনি শহরের মাঝে দিয়ে প্রদক্ষিণ করে তখনি মৌসুমি হলের চাপা মোড়ের জন্য বাজার স্টেশন থেকে প্রায় কোর্ট এর গেট পর্যন্ত জ্যাম লেগে যায়। সেই পরিপেক্ষিতে ২০১৯ সালের জুন মাসের দিকে প্রথম রাস্তার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য সরকারি ভাবে চার ধারা নোটিশ দেয়া হয়। তারপর ২০২০ সালের জানুয়ারি মাসের দিকে সাত ধারা নোটিশ দেয়া হয়। তারপর থেকে কাজের কোনো অগ্রগতি দেখাই যাচ্ছে বললেই চলে। এদিকে জমির মালিক পক্ষও বিপাকে পরে আছে। তারা জমি গুলোতে নতুন করে কোনো স্থাপনা তৈরী করতে পারছে না। সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায় ফান্ডে যথেষ্ট পরিমান টাকা নেই। সেই কারনে কাজ স্থগিত হয়ে আছে।
তাই সরকারি উর্ধতন কর্মকর্তা ও সরকার দলীয় নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষন করছি উপরিযুক্ত ব্যবস্থা গ্রহন করে সিরাজগঞ্জ বাসীর ভোগান্তির অবসান করতে সাহায্য করুন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ