রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জয়বাংলা সাংবাদিক মঞ্চের শ্রদ্ধা নিবেদন

অনুষ্ঠিত হলো বিএমকেসি ষ্টার এওয়ার্ড-২০২১

প্রতিবেদকের নাম
add

ডেস্ক রিপোর্টঃ

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল (বিএমকেসি) এর সভাপতি লিপু খন্দকারের আয়োজনে ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার, সন্ধ্যা ০৬.০০ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকায় বিএমকেসি ‘ষ্টার এওয়ার্ড-২০২১’ তারকাদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্টান অনুষ্ঠিত হয়।

উক্ত মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আ ক ম মোজাম্মেল হক, এমপি। উক্ত তারকাদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জনাব আ ক ম মোজাম্মেল হক, এমপিকে বিশেষ সম্মাননা জানিয়ে গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি লিপু খন্দকার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকিত করেন- রমজান আলী, মেয়র, মানিকগঞ্জ, ফরমান আলী, বীর মুক্তিযুদ্ধা ও সাবেক জেল সুপার, মোহাম্মাদ মিজানুর রহমান বিটু, সদস্য, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খোকশা পৌর শাখা, কুষ্টিয়া, আতাউর রহমান খান আখির, সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি, সমাজ সেবক ও তরুণ রাজনীতিবিদ, ফজলুল করিম আরিফ পাটোয়ারী, সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম, কেন্দ্রীয় কমিটি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, শিহাব রিফাত আলম, চেয়ারম্যান জাগ্রত ব্যবসায়ী ও জনতা, ছফির উল্লাহ সিকদার, চেয়ারম্যান, মাজিক বাংলা টিভি, মোহাম্মাদ সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক, সাফা রেজা ফুড এন্ড কনজুমার লিঃ, মোহাম্মদ লিটন মিয়া, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি মন্ডলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রতিষ্ঠানটির সভাপতি লিপু খন্দকারের উদ্দ্যোগে প্রধান অতিথির নিকট হতে ফরমান আলী (গুনীজন), মোহাম্মাদ লিটন মিয়া (গুনীজন), মোহাম্মদ সেলিম রেজা (সমাজসেবক), শাহীন রেজা (কবি ও সম্পাদক), নন্দিতা দাস, আফসানা তুলি (সঙ্গীত শিল্পী), হাবিব খান (সঙ্গীত শিল্পী), মোঃ মামুনুর রশিদ (গীতিকার ও সুরকার), রমজান আলী (গুনীজন), ছফির উল্লাহ সিকদার (চেয়ারম্যান, ম্যাজিক বাংলা টিভি), শওকত আলী রানা (নাট্য পরিচালক), প্রিন্স আলমগীর (কন্ঠ শিল্পী), চৈতী রহমান (সঙ্গীত শিল্পী), হালিম আরমান (সঙ্গীত শিল্পী), শিহাব রিফাত আলম (গুনীজন), রবিন খান (নৃত্য শিল্পী), তামান্না হক (সঙ্গীত শিল্পী), নুরুন্নবী বাবু (সাংবাদিক), মোঃ মিজানুর রহমান বিটু (গুনীজন), ফজলুল করিম আরিফ পাটোয়ারী (গুনীজন), মোঃ বাবুল মিয়া (গুনীজন), সুজয় চাকী (গুনীজন), কাজী রিটন (সৃজনশীল প্রযোজক), তপন হাফিজ (সৃজনশীল নাট্য নির্দেশক), লায়ন মোঃ এমদাদুল হক ফারুক (পরিচালক, বিভিসি বাংলা টেলিভিশন), লায়ন মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব), লায়ন মোঃ হাবিবুর রহমান ভূইয়া (মিডিয়া ব্যক্তিত্ব), খালেদ সেলিম (কবি), শান্তা মারিয়া (কবি ও কথা সাহিত্যিক), নিপা আহমেদ রিয়েলি (শ্রেষ্ঠ অভিনেত্রী), আরশি হোসেন (শ্রেষ্ঠ অভিনেত্রী), সাইদুল আজহার সারোয়ার (সফল কর্পোরেট ব্যক্তিত্ব), মাহবুবুল আলম (ক্রিয়েটিভ ডিজাইনার), দীন মোজাহিদ আলী (গীতিকার), রানা কিশোর (সঙ্গীত শিল্পী), বেরাগী সুজন (যাদু শিল্পী), মোঃ ফজলুল হক (যাদু শিল্পী), জামাল উদ্দিন জামাল (মিডিয়া ব্যক্তিত্ব), অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার (গবেষনা ও শিশু সাহিত্য) সম্মাননা এওয়ার্ড গ্রহণ করেন। এওয়ার্ড প্রদান শেষে দেশের সুনাম ধন্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ