ডেক্স রিপোর্ট
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে অনুষ্ঠিত হলো এপি হাউস আয়োজিত সুপার মডেল অফ দ্য ইয়ার – গ্র্যান্ড ফাইনাল রাউন্ড ও আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫। পঞ্চমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী ৫০০ মডেলের মধ্য থেকে নির্বাচিত করা হয় সেরা ১০ প্রতিযোগী। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয় এপি হাউস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫।
আয়োজনে কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করেন আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহ্। প্রধান উপদেষ্টা ছিলেন নাট্য পরিচালক ও ডিরেক্টরস গিল্ডের প্রশিক্ষণ–আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ।
এপি হাউজ সুপার মডেল অব দা ইয়ার ২০২৫ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা ও চিত্রপরিচালক সাদেক সিদ্দিকী, নাট্য পরিচালক গাজী আপেল মাহমুদ, অভিনেতা ও নির্মাতা ডি এ তায়েব, চলচ্চিত্র অভিনেতা শাকিল খান, চলচ্চিত্র অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না, শিহাব রিফাত আলম, সারা জেরিন ও মেরিন সোমা।

প্রতিযোগিতায় ঘোষিত ক্যাটাগরি ও বিজয়ীরা
মিস্টার ক্যাটাগরি
১) মিস্টার পিস বাংলাদেশ ২০২৫ – ফাহাদ খান
২) মিস্টার গ্ল্যাম বাংলাদেশ ২০২৬ – সাব্বির
৩) মিস্টার নোবেল কিং ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ – ওভি চৌধুরী
মিস ক্যাটাগরি
৪) মিস ট্যুরিজম বাংলাদেশ ২০২৬ – হাফসা মাহমুদ রিদ্ধি
৫) উইমেন অব দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ – উম্মে হাবিবা প্রিয়তি প্রিয়া
মিসেস ক্যাটাগরি
৬) মিসেস চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬ – নুপূর আক্তার
৭) মিসেস ট্যুরিজম বাংলাদেশ ২০২৬ – মোমি রানি রূপসী
আয়োজকদের প্রতিক্রিয়া
এপি হাউসের কর্ণধার আরমান ও আজিম উল্লাহ জানান—
“এপি হাউস গত পাঁচ বছর ধরে সুপার মডেল প্রতিযোগিতা আয়োজন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে এক নতুন ধারা সৃষ্টি করেছে।”
প্রধান উপদেষ্টা ও বিচারক গাজী আপেল মাহমুদ বলেন—
“প্রতিবারই নিরপেক্ষতার সঙ্গে প্রতিভাবান মডেল নির্বাচন করার চেষ্টা করেছি। এই আয়োজন খুব শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করি।”
আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫–এ সম্মানিত ব্যক্তিবর্গ
এ বছর আইকনিক অ্যাওয়ার্ডে সম্মানিত হন—
তাশিক আহমেদ, মোহাম্মদ নুর নবী মৃধা, গাজী আপেল মাহমুদ, সাদেক সিদ্দিকী, টুনটুনি, শাকিল খান, ডি এ তায়েব, মাহবুবা শাহরিন, হুররম, খালেদ ওসমান, শিহাব রিফাত আলম, নামিরা, সুমনসহ আরও অনেকে।