রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জয়বাংলা সাংবাদিক মঞ্চের শ্রদ্ধা নিবেদন

সঙ্গীত শিল্পী উপমার জন্মদিন আজ

প্রতিবেদকের নাম
add

বি‌নোদন ডেস্কঃ
এসম‌য়ের আ‌লো‌চিত সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমার আজ শুভ জন্মদিন । ‌তি‌নি বর্তমান সময় বাংলা‌দে‌শের বাই‌রে আ‌ছেন। তার জন্ম‌দি‌নে তা‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

তরুণ প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। ছোটবেলা থেকেই উপমা সংগীতচর্চা করছেন। হাতেখড়ি হাফিজ উদ্দিন হীরার কাছে। তিন বছরের কোর্স করেন নজরুল একাডেমি থেকে। এছাড়া শিল্পকলা একাডেমি থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। নজরুল, আধুনিক, পুরোনো দিনের গান পরিবেশনে পারদর্শী উপমা।

উপমার প্রথম একক এ্যালবাম প্রকাশ করা হয় ২০১৪ সালে। পাশাপাশি ১০টির মতো মিক্সড এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে প্লেব্যাক করার সুযোগও হয়েছে তার। প্রথম প্লেব্যাক করেন ২০১৩ সালে। অল্পসময়ে নিজেকে তৈরি করেছেন এ সময়ের জনপ্রিয় গানের পাখি হিসেবে।

তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে। তবে উপমা সবচেয়ে বেশি সাড়া পান নিজের প্রথম একক অ্যালবাম ‘তোমার অভাব’-এর টাইটেল গানটির জন্য। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন বেলাল খান।

তিনি গত দু বছর পূর্বে ডেনমার্ক প্রবাসী এমডি সালমান কামাল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তিনি মাঝে মাঝে স্বামীর সাথেও ডেনমার্কে অবস্থান করেন । তাহার পিতা একজন ব্যবসায়ী ।

প্রতিভাবান সঙ্গীত শিল্পী তার গানের মাধ্যমে জয় করুক দেশবাসীর মন। সঙ্গীতাঙ্গনে তাঁর পথচলা হোক সুদীর্ঘ। অনেক অনেক শুভ কামনা রইলো শারমিন সুলতানা উপমার জন্য।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ