শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রমনা বিএনপির কার্যালয় ভেঙে আ.লীগ নেতাদের মার্কেট, ১৬ বছর পর মামলা বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ চায় বিএনপি সর্বস্বান্ত মানুষ ওষুধ কোম্পানির বেপরোয়া মুনাফার ফাঁদে বৃষ্টি কবে থামবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর অলিতাজ মনি”র ক‌বিতা গুচ্ছ অচল পয়সার বিটিভির ডিজি, জিএম, পিএম(সংগীত) সিন্ডিকেটের অডিশন বাণিজ্যের কোটি কোটি টাকা লেনদেনের ফোন আলাপ ফাঁস : ভুয়া বিল-ভাউচারে শিল্পী সম্মানির ১৩.২৮ কোটি টাকা গায়েব হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’

অচল পয়সার

প্রতিবেদকের নাম
add

🪙💰অচল পয়সা 🪙💰
🪙💰লাকী নূর 💰

প্রশ্ন করো না আমি কেমন আছি।
মিথ্যে বলতে বলতে এখন আমি ক্লান্ত।
আর পারিনা, আর বলতে ইচ্ছে করে না ,আমি ভালো নেই , আমি ভালো থাকতে পারিনা।
আমার শহরে একটা নদী ছিল যাকে আমি খুব ভালবাসি ।
যখন খুব কষ্ট হতো সেই নদীর কাছে মনের কথা বলেছি।
নদীর সাথেই হতো আমার মনের লেনদেন, কত কথার লেনদেন চলত আমাদের মাঝে।
আজ নদীটাও ভুলে গেছে আমাকে।
চাইলেও আর তাকে ছুঁতে পারি না,
বলতে পারিনা মনের কথা।
এখন কেন এমন হয় ?
কেউ একটু তাচ্ছিল্যের সুরে কথা বললে খুব কষ্ট লাগে।
কেউ একটু অবহেলা করলে কান্না পায়।
আগে কখনোই এসব গায়ে মাখি নি,
হয়তো মনের দিক থেকে দুর্বল হয়ে গেছি।
কেউ আমাকে মনে রাখল বা না রাখল এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি।
এখন সেই পুরনো দিনে ফিরতে ইচ্ছে করে।
পুরনো ভুলগুলোকে ভালবাসতে ইচ্ছে করে।
টাউন হল , সাহেব পার্ক, জয়নুল আবেদীন, সাহিত্য সংসদ, চর্চাকেন্দ্র কেউ মনে রাখেনি আমায়।
বন্ধুদের আড্ডার মধ্যমণি হতে পারিনি বলে ওরাও ভুলে গেছে আমায়।
সত্যি বলতে অচল পয়সার কোন দাম থাকে না , এখন আমি সবার কাছেই বেমানান ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ